টাকা লেনদেন করুন দেশের সবচেয়ে কম খরচে

নগদ একটি যুগান্তকারী ও নিরাপদ ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস যা আপনাকে ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, মোবাইল রিচার্জসহ বিবিধ দৈনিক লেনদেন সুবিধা দিয়ে থাকে।

বিকাশ, রকেট, শিওর ক্যাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে সবচেয়ে কম খরচে নগদ থেকে ক্যাশ আউট করা যায়। নগদ হচ্ছে ডাক বিভাগের একটি মোবাইল ব্যাংকিং সেবা।

দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ

দেশের মোবাইল ব্যাংকিং-এর ইতিহাসে এই প্রথম ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ নিয়ে আসলো সব থেকে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা।

এখন মাত্র ৯ টাকা ৯৯ পয়সাতে (প্রতি হাজারে) ক্যাশ আউট করতে পারবেন ‘নগদ’ অ্যাপ ব্যব্যবহার করে।

আর  ইউএসএসডি-তে (*১৬৭#) ডায়াল করে ক্যাশ আউট করতে পারবেন মাত্র ১২ টাকা ৯৯ পয়সায়  (প্রতি হাজারে)।

যেকোনো পরিমাণ ক্যাশ আউট-এর ক্ষেত্রে আনুপাতিক হারে চার্জ প্রযোজ্য। বিস্তারিত নিম্নোক্ত টেবিলে দেখুন । এবার কম খরচে লেনদেন করুন ইচ্ছেমত।

মাধ্যম
ক্যাশ আউট চার্জ – প্রতি হাজারে
(ভ্যাট ছাড়া)
ক্যাশ আউট চার্জ – প্রতি হাজারে
(ভ্যাট সহ)
অ্যাপ ৯.৯৯ টাকা ১১.৪৯ টাকা
ইউএসএসডি ১২.৯৯ টাকা ১৪.৯৪ টাকা
  • সরকার নির্ধারিত ভ্যাট প্রযোজ্য
  • অ্যাপ-এ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে  ১১.৪৯ টাকা (দুই দশমিক স্থান পর্যন্ত) দেখানো হয়েছে যেখানে প্রকৃত পরিমাণ ১১.৪৮৮৫ টাকা এবং ইউএসএসডি-তে চার্জ প্রতি হাজারে ১৪.৯৪ টাকা (দুই দশমিক স্থান পর্যন্ত) দেখানো হয়েছে যেখানে প্রকৃত পরিমাণ ১৪.৯৩৮৫ টাকা।
 



 

 

 

নগদে ক্যাশ আউট করার পদ্ধতি:

১. নগদ উদ্যোক্তা পয়েন্টে যান

২. আপনার নগদ অ্যাপ লগ ইন করে বা *১৬৭# ডায়াল করে “Cash-Out” অপশন সিলেক্ট করে ট্যাপ করুন “From Uddokta” অপশন

৩. QR কোড স্ক্যান করুন অথবা উদ্যোক্তার নাম্বার টাইপ করুন

৪. আপনার ক্যাশ আউট পরিমাণ দিন

৫. আপনার পিন নাম্বারটি টাইপ করুন (আপনার পিন নাম্বারটি গোপন রাখুন )

৬. লেনদেনটি নিশ্চিত করুন

ক্যাশ-আউট হয়ে গেলো! আপনি এবং উদ্যোক্তা, দু’জনেই নগদের কাছ থেকে একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন।

উদ্যোক্তার কাছ থেকে টাকা গ্রহণের পর ভালো করে গুনে নিন। কাউন্টার ত্যাগ করার আগে উদ্যোক্তা রেজিস্টারে স্বাক্ষর করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top